APPLICATION FORM FOR ADMISSION TO TWO YEAR D.EL.ED COURSE (REGULAR) 2023-2025. নতুন শিক্ষাবর্ষে D.EL.ED কোর্সে অনলাইন আবেদন ।

Online Application for Two Year D.El.Ed. Course (Regular mode) for session of 2023-2025.

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নোটিফিকেশন অনুসারে অনলাইন আবেদন করতে হবে। আসন্ন প্রাইমারি শিক্ষকতায় টেট পরীক্ষার জন্য ডিএলএড প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক । তাই ২০২৩ -২৫ শিক্ষাবর্ষে ডি এল এড পেশাগত প্রশিক্ষণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ায় চলছে। 

ডি.এল.এড কোর্সের ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষে  ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলিতেছে। সেক্ষেত্রে ২০২৩-২৫ শিক্ষাবর্ষের জন্য ডিএলএড প্রশিক্ষণ নিতে হলে অবশ্যই ১৮-০৮-২০২৩ থেকে ০৯-০৯-২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়ার নিম্নলিখিত পদক্ষেপ গুলি গ্রহণ করতে হবে।অনলাইন আবেদন করার জন্য নিম্নলিখিত পদক্ষেপ গুলি হল, যথা –

(ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক অনলাইন ফর্ম পূরণের বিজ্ঞপ্তি বা নোটিফিকেশনের দেখতে হবে ।) যথাযথ ক্রাইটেরিয়া ইনস্ট্রাকশন পড়তে হবে এবং অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করে নিম্নলিখিত ধাপ গুলি ফুল ফিল করতে হবে-

1. BASIC INFORMATION :-

বেসিক ইনফরমেশনে আবেদনকারীর নাম থেকে শুরু করে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, প্রভৃতি সঠিক ভাবে সমস্ত ফুল ফিল করতে হবে।

2. PERMANENT ADDRESS :-

পার্মানেন্ট অ্যাড্রেস অপশনে আবেদনকারীর রাজ্য জেলা এবং পোস্টাল এড্রেস উল্লেখ করতে হবে।

3. ACADEMIC INFORMATION (H.S, 10+2 OR EQUIVALENT) :-

একাডেমিক ইনফরমেশন সঠিকভাবে ফুলফিল করতে হবে।

4. HIGHER QUALIFICATION :-

উচ্চশিক্ষা যদি থাকে উল্লেখ করতে হবে।

5. APPLY ON COLLEGE / INSTITUTE :-

অ্যাপ্লাই অন কলেজ ইনস্টিটিউট হিসেবে যে কলেজে বা ইনস্টিটিউটে দু- বছরের ডি.এল .এড পড়াশোনা করবে সেটি নির্বাচন করতে হবে।

6. UPLOAD DOCUMENTS :-

আপলোড ডকুমেন্টস সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন – আবেদনকারীর ছবি, আবেদনকারীর হস্তাক্ষর ,আবেদনকারীর মাধ্যমিক অ্যাডমিট ডেট অফ বার্থ, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট  অথবা ইন সার্ভিস অথবা পি এইচ সার্টিফিকেট , একস সার্ভিস ম্যান সার্টিফিকেট (অনলি পিডিএফ)  যাবতীয় গুরুত্বপূর্ণ নথি  ২০০ কেবির মধ্যে JPEG ফরমেটে সমস্ত রিকোয়ার ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।

7. DECLARATION :-

পরিশেষে সম্পূর্ণভাবে ফিলাপ করা ফর্মটি রিকোয়ারমেন্ট অনুসারে ফিলাপ হয়েছে কিনা দেখে  মিলিয়ে নিতে হবে এবং তারপর ডিক্লারেশন সঠিকভাবে পড়ে নিয়ে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দা নিউ অপশনে টিক দিয়ে ফুলফিল করা ফর্মটি সাবমিট করতে হবে।

সাবমিট করার পরেই ফি স্ট্রাকচার অনুসারে অপশনে ক্লিক করতে হবে। যেখানে  অসংরক্ষিত Unreserved ক্যাটাগরির জন্য ১০০০/- টাকা , OBC-A/OBC-B ক্যাটাগরির জন্য ৭৫০/- টাকা এবং SC/ST/PH ক্যাটাগরির জন্য ৫০০/- টাকা ফ্রিজ দিতে হবে। যেটা অনলাইন পেমেন্ট গেটওয়ে পদ্ধতির মাধ্যমে ফুল ফিল করতে হবে। তারপরে  এপ্লিকেশনটি প্রিন্ট করে সংরক্ষণ করা যেতে পারে।

অনলাইন এপ্লিকেশন সম্পর্কে যাবতীয় বিস্তারিত তথ্য দেখার জন্য অবশ্যই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ পাইমারি এডুকেশন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি মডিফাই রেগুলেশন গুলি সম্পর্কে যাবতীয় অনুসারে রেগুলেশন অনুসারে মডিফিকেশন রেগুলেশন নোটিফিকেশন অনলাইন এডমিশন এর নোটিফিকেশন অনুসারে ফরম পূরণ করতে হবে।

 ২০২৩ – ২০২৫  শিক্ষাবর্ষের জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি ১৮-০৮-২০২৩ থেকে ০৯-০৯-২০২৩ পর্যন্ত চলিবে, তাই দু বছরের ডি.এল.এড প্রোগ্রামের অনলাইন আবেদন করতে হলে, আবেদনকারীকে অবশ্যই ০৯-০৯ -২০২৩ এর মধ্যে সম্পূর্ণভাবে আবেদন করতে হবেl

ডি এল এড ২০২৩-২৫ শিক্ষাবর্ষে ভর্তি করনের অনলাইন প্রক্রিয়ার পরিমার্জিত নিয়মাবলী দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

MODIFIED REGULATORY PROVISIONS FOR ADMISSION PROCESS AND FOR THE SESSION  OF 2023-2025.

ডি.এল.এড ২০২৩-২৫ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়ার নোটিফিকেশনটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

NOTIFICATION FOR ONLINE ADMISSION IN TWO YEAR D.El.Ed. COURSE (REGULAR) FOR THE SESSION 2023-2025 .

২০২৩ -২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির যাবতীয় প্রয়োজনীয় তথ্য জানতে অবশ্যই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করুন।

2023- 25 শিক্ষাবর্ষের জন্য অনলাইন আবেদন করাতে  নিচের লিংকে ক্লিক করুন।     

APPLY NOW FOR ONLINE ADMISSION PROCESS………..

Share
error: Content is protected !!