Culture সংস্কৃতি কি?

Culture ( সংস্কৃতি ):-

সংস্কৃতি শব্দটি ইংরেজি প্রতিশব্দ culture যা ল্যাটিন শব্দ Colera থেকে এসেছে।যার অর্থ হল কর্ষণ করা।তাই কর্ষণের মাধ্যমে প্রাপ্ত বিষয়গুলি হলো Culture. যা বাংলায় কৃষ্টি বলা হয়।।

সাধারণভাবে সংস্কৃতি বলতে বোঝায় সু-আচার ,সুশিক্ষা, সু-শৃঙ্খলা প্রভৃতি ।

অর্থাৎ সংস্কৃতিও সদা পরিবর্তনশীল। যা মানব সমাজের সংস্কৃতির ধারা, উত্তর অধিকার সূত্র থেকে প্রাপ্ত অন্য প্রজন্মে প্রবাহ প্রবাহিত হয়ে থাকে।

G.M.Foster বলেন, Society means people and culture means the behaviour.

A. Elements of Culture:-

1. Material Element:-

মানব সমাজের সংস্কৃতি যখন বাস্তব আকার ধারণ করে তখন তাকে বলা হয় বাস্তব উপাদান মানসিক ধারণা এবং মূল্যবোধের প্রয়োজন ঘটে বাস্তব উপাদানের মাধ্যমে।

2. Non- Material Elements:-

নাট্য সাহিত্য শিল্পকলা প্রভৃতি নন – মেটেরিয়াল নির্দেশ করে। এগুলি মানুষের আশা-আকাঙ্ক্ষ া ধ্যান-ধারণা চিন্তা প্রভাবিত হয়।

এ ছাড়া আরো কয়েকটি গৌণ উপাদান হলো-

১.প্রতিকি ও অপ্রতিকি উপাদান।

২. সামাজিকীকরণের মাধ্যমে সাংস্কৃতিক উপাদান।

B. Determine of Educational Culture:-

১. প্রথা।

২. লোকাচার।

৩ ধর্মীয় বিশ্বাস।

৪. চিত্র শিল্প ও সংস্কৃতি।

৫. ভাষাবিজ্ঞান।

৬. জীবন প্রবাহ।

৭. সভ্যতা।

C. Culture effect on Education:-

1.  বৌদ্ধিক বিকাশ।

2. ব্যক্তির সুষম বিকাশ।

3. যথার্থ মূল্যবোধের বিকাশ।

4. সৃজনশীলতার বিকাশ।

5. শারীরিক, মানসিক, সামাজিক, নৈতিক বিকাশ।

Share
error: Content is protected !!