Online Application Form Fill-Up D.El.Ed Part-I Session 2021 -2023 (পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক ২০২১- ২০২৩ ডি এল এড পার্ট – ১, পরীক্ষার ফরম ফিলাপ)

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক ২০২১ – ২০২৩ ডি এল এড পার্ট – ১ , পরীক্ষার ফরম ফিলাপ করার  লিখিত পদক্ষেপ গুলি হল – 

1. প্রথমেই Google ওয়েব পেজের  সার্চ বক্সে গিয়ে  WBBPE  লিখে সার্চ করতে হবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : Google & wbbpe

2. তারপর প্রথমেই যে লিঙ্কটি আসবে  wbbpe.org  অথবা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এর অফিসিয়াল ওয়েবসাইটের লিংকটিতে ক্লিক করতে হবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : Google & wbbpe

3. তারপর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল পেজ ওপেন হবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

4. তারপর স্ক্রল ডাউন করে নিচে   ( Click Here ) ক্লিক হিয়ার  অনলাইন ফর্ম ফিলাপ ফর অ্যাপেয়ারিং অ্যাট ডি এল এড পার্ট ওয়ান এক্সামিনেশন ২০২১ এই অপশনে ক্লিক করতে হবে। 

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

5. তারপর রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পার্ট ওয়ান এক্সামিনেশন 2021 2023 বলে একটি পেজ ওপেন হবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

6. সেখানে সার্চবাই রেজিস্ট্রেশন নাম্বার – এই অপশনে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে । যেটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কর্তৃক কলেজ থেকে সংগ্রহহ করা হয়েছিল, সেই রেজিস্ট্রেশন কার্ডের ১১ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি সম্পূর্ণভাবে দেওয়ার পর ,সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করে করলেই নতুন একটি পেজ ওপেন হবে ।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

7. সেখানে সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার উপরে থাকবে, সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার কলামে নাম্বারটি দেখা যাবে ।অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে ইনস্টিটিউশনের নাম শো করবে, নিজের নাম শো করবে ,মিডিয়াম  শো করবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

8. তারপরে অ্যাপ্লিকেশন কন্টাক্ট ডিটেলস এই জায়গাটা সঠিক করে পূরন করতে হবে ।কারণ এখানে মোবাইল নাম্বার উইথ হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বারটি হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারটি দিতে হবে এবং ইমেইল আইডি অপশনে নিজের  ইমেল আইডি এখানে দিতে হবে।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023)
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

9. নেক্সট সাবজেক্ট সিলেক্ট গুলো অটোমেটিক্যালি করা থাকে তবুও একবার দেখে নিতে হবে যে টোটাল পাঁচটা সাবজেক্ট মূল পাঁচটা সাবজেক্ট  CC – 01, L-1 CPS-1, L-2 CPS-2, CPS-03, CPS-04 এই টোটাল পাঁচটা বিষয় এবং তার সাথে  P1  এই বিষয়টা দেখে নিতে হবে ।

10. তারপর অ্যাপ্লিকেশন আপলোড ডিটেলস আপলোড ফাইল ম্যাক্সিমাম সাইজ জিপিজি ২০০ কেবির মধ্যে ফাইলটা রেডি করে রাখতে হবে ।

11. এখানে রিসেন্ট কালার ছবি , সিগনেচার এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটি ইনস্টিটিউশন থেকে পাওয়া গিয়েছে, আপলোড করতে হবে।

12.  তারপর Declaration টা সঠিক করে পড়ে নিয়ে , টিক  চিহ্ন দিয়ে  সাবমিট অপশনে ক্লিক করতে হবে। 

13. তারপর পেমেন্ট অপশনে ক্লিক করে টোটাল ২৩০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

14. সম্পূর্ণভাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর সাকসেসফুল দেখানোর পর, প্রয়োজনে প্রিন্ট করে নিতে হবে ।

Online Form Fill-Up D.El.Ed Part - I (2021-2023) Source : wbbpe
Online Form Fill-Up D.El.Ed Part – I (2021-2023) Source : wbbpe

অর্থাৎ  একনলেজমেন্ট রিসিভটা প্রিন্ট করে নিতে হবে যেখানে,  নেম অফ দা ক্যান্ডিডেট অর্থাৎ

ক্যান্ডিডেটের নাম শো করবে ,

রেজিস্ট্রেশন নাম্বার সো করবে, 

ইনস্টিটিউশননাম শো করবে, 

মিডিয়াম শো করবে ,

ডিস্ট্রিক সো করবে ,

টাইপ শো করবে ,

সেশন সো করবে,

সিগনেচার এবং ছবি নাম শো করবে ,

তার সাথে পেমেন্ট ট্রানজেকশন শো করবে ।  একনলেজমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখালে এক্সামিনেশন সম্পূর্ণ হয়েছে।।


অথবা ডব্লিউ বি ইউ প্রাইমারি এডুকেশন এর ওয়েবসাইটে গিয়েও এক্সামিনেশন ফর্ম ফিলাপের লিংকে ক্লিক করা যেতে পারে। তবে মনে রাখাতে হবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক নিরধারিত সময় সূচীর মধ্যে ফর্ম ফিলাপ করতে হবে ।

D.El.Ed Part – I পরীক্ষার ফর্ম ফিলাপের নোটিফিকেশন।  


ফর্ম ফিলাপ সম্পর্কে  আরো বিস্তারিত তথ্য জানতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইট ভিজিট করতে হবে।


Share
error: Content is protected !!