শিক্ষাবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর

শিক্ষাবিজ্ঞানের সংক্ষিপ্ত প্রশ্ন – উত্তর :-

১. শিক্ষা বলতে কী বোঝায়?
শিক্ষা হল ব্যক্তির ক্রমবিকাশমান জীবনব্যাপী প্রক্রিয়া, যা নিত্য নতুন অভিজ্ঞতার মাধ্যমে পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সুষম সংগতিবিধানে এবং প্রয়োজন বোধে পরিবর্তন সাধনের সমর্থ্য হয়ে ওঠে অর্থাৎ শিক্ষা হলো ব্যক্তি তথা শিক্ষার্থীর সর্বাঙ্গিক বিকাশের এক নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বিশেষ ।
২. সংকীর্ণ অর্থে শিক্ষা বলতে কী বোঝায়?
সংকীর্ণ অর্থে শিক্ষা হলো কোন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কেবলমাত্র অধিগত জ্ঞান অর্জন করা । অর্থাৎ শিক্ষা বলতে বোঝায় কোন বিদ্যালয়ে শিক্ষকের কাছ থেকে বিশেষ জ্ঞান বা কৌশল করার মাধ্যমে পাঠ গ্রহণ করাই হলো সংকীর্ণ অর্থে শিক্ষা লক্ষ্য।
৩. ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝায়?
ব্যাপক অর্থে শিক্ষা হলো ব্যক্তি সত্তার সাবঙ্গীন বিকাশের প্রক্রিয়াকে বোঝায় । অর্থাৎ একটি জীবনব্যাপী অবিরাম প্রক্রিয়া শিক্ষা এই অর্থে কোনো বিশেষ পরিবেশে সীমিত প্রশিক্ষণ মাধ্যমে  সারা জীবনব্যাপী জীবনের সঙ্গে সামর্থক শিক্ষাই হলো ব্যাপক অর্থে শিক্ষা।
৪. শিক্ষায় জলের নল ও বালি কণার থলের তত্ত্বটি তাৎপর্য কি?
শিক্ষাই জলের নল ও বালি কোন তথ্য কথার অর্থ হলো সংকীর্ণ অর্থে শিক্ষার প্রতি ওমান দিক যেখানে শূন্য বাস্তবকে যেমন শুন্য বস্তাকে যেমন শস্য কোনার দ্বারা পরিপূর্ণ করতে হয় তেমনি শিশুর শূন্য মনকে জ্ঞানরূপী শস্য কণার দ্বারা পরিপূর্ণ করতে হয় তবে জননের মধ্য দিয়ে যে রূপ জলকে প্লাবিত করা যায় সে রুবি জ্ঞানের উৎস হলো নলের দ্বারা শিশুর মনকে পরিপূর্ণ বিকাশ সাধন করা সুতরাং শিক্ষাই তোলে কথাটি তাৎপর্যপূর্ণ
শিক্ষার কাজ কি
শিকার কাজ হল ব্যক্তিকে পরিবেশের সঙ্গে সংগতিবিধানে সাহায্য করা সাহায্য করে সমাজ প্রতিষ্ঠা করা এবং ব্যক্তি জীবনের বিকাশের গতি নির্ণয় সমস্যা সমাধানে সমাজের উন্নয়ন সমাজকে সংরক্ষণ করা শিক্ষার কাজ হল শিশুর সুস্থ সম্মাননাময় ব্যক্তি সত্তার সার্বিক বিকাশ সাধন করা এবং সমাজ সংস্কৃতি সংরক্ষণ ও সমাজের অগ্রগতি সাধন কর
শিক্ষার ব্যক্তি তান্ত্রিক লক্ষ্য কি
শিক্ষার ব্যক্তি তান্ত্রিক লক্ষ্য হল ব্যক্তি জীবনের সামগ্রিক বিকাশ সাধন করা প্রত্যেক মানুষেরই তার একটা নিজস্ব ব্যক্তি সত্তা নিয়ে জন্মগ্রহণ করে এবং শিক্ষার দ্বারায় সেইরূপ সত্তার পরিপূর্ণ বিকাশ ঘটানোই হলো শিক্ষার ব্যক্তি তান্ত্রিক লক্ষ্য
শিক্ষা হল সংহতি বিধান এর অর্থ কি
প্রত্যেক বস্তু প্রত্যেক বস্তুই পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীলতার মধ্য দিয়ে ই শিশুর শারীরিক মানসিক ও প্রাক্কাভিক সামঞ্জস্য বজায় রাখতে হয়, সম্ভাবনাময়ী মানব শিশু একদিকে আর অন্যদিকে তাকে বিচিত্র পরিবেশ ক্রমবিকা সমান মানুষ শিশু এবং পরিবেশের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া উভয়ের মধ্যে ঘটে কিছু নানা কিছু
Share
error: Content is protected !!