7th State Level Selection Test (Assistant Teacher), 2023. পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের সহকারী শিক্ষক নিয়োগ

7th State Level Selection Test (Assistant Teacher), 2023.

     ⇒ Website of WBMSC http://www.wbmsc.com

সপ্তম স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ৷

             Click here – West Bengal Madrasah Service Commission

সপ্তম এস.এল.এসটির (State Level Selection Test) মাধ্যমে সহকারী শিক্ষক নিয়োগ করতে চলেছে মাদ্রাসা সার্ভিস কমিশন । আবেদনের শেষ সুযোগ ১২ই জুন ২০২৩ । তাই দেরি না করে শীঘ্রই যারা এখনো আবেদন করেননি অবশ্যই যোগ্যতা অনুসারে আবেদন করতে পারেন ৷আবেদেরন বিস্তারিত তথ্য জানতে মাদ্রাসা সার্ভিস কমিশনের ইনফরমেশন গাইডলাইনস  দেখা যেতে পারে৷

                    ⇒   Click here – IMPORTANCE INSTRUCTION.

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন  ৭ তম সহকারী শিক্ষক পদের জন্য ১৭২৯ সম্ভাব্য শূন্যপদে নিয়োগ করতে চলেছে৷

A. Age Criteria of the Application :- ( বয়স )

General ক্যাটাগরির জন্য নূন্যতম ১-১-২০২৩ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে সর্বাধিক ৪০ বছর পর্যন্ত হতে হবে৷ S.C/S.T/P.H প্রার্থীদের জন্য ১-১- ২০২৩ অনুযায়ী ৪৫ বছর পর্যন্ত হতে হবে৷ ওবিসি প্রার্থীদের জন্য ১-১- ২০২৩ অনুযায়ী ৪৩ বছর পর্যন্ত হতে হবে৷

আরো  বিস্তারিত জানতে অবশ্যই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের  অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

B. Mode of Selection :- (প্রার্থী নির্বাচনের পদ্ধতি)

1.Selection of Under Graduate Teacher for Classes I-V.

  • ১৫০ নম্বরের TET পরীক্ষা হইবে৷ TET পরীক্ষায় ৬০% পাস মার্ক থাকবে৷ টেট পরীক্ষায় উত্তীর্ণ হইলে , ৯০ নম্বরের মেন পরীক্ষা হইবে ৷

  • যোগ্যতা অনুসারে ক্রাইটেরিয়া জানতে অবশ্যই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের  অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

  • Questions Patterns (OMR -MCQ).

2. Selection of Graduate Teacher for Classes V-VIII.

  • ১৫০ নম্বরের TET পরীক্ষা হইবে৷ TET পরীক্ষায় ৬০% পাস মার্ক থাকবে৷ টেট পরীক্ষায় উত্তীর্ণ হইলে , ৯০ নম্বরের মেন পরীক্ষা হইবে৷

  • যোগ্যতা অনুসারে ক্রাইটেরিয়া জানতে অবশ্যই পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের  অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

  • Questions Patterns (OMR -MCQ).

3. Selection of Graduate Teacher for Classes IX-X.

4. Selection of Post Graduate Teacher for Classes XI-XII.

C. Online Apply:- (অনলাইন অনলাইনে আবেদন পত্র পূরণ)

             ⇒    Click here Application Portal (Online Application for 7th SLST(AT) 2023 .)

  • অনলাইনে আবেদনপত্র পূরণ করার আগে আবেদনকারীকে তার যোগ্যতা অনুযায়ী ক্রাইটেরিয়া ঠিক আচ্ছে কিনা ,তা জেনে নিতে হবে ৷ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের  অফিসিয়াল ওয়েবসাইট এর জেনারেল ইন্সট্রাকশন পেজে ৷

  • একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন ৷

  • আবেদনের সময় প্রয়োজনীয় নথি হিসাবে আবেদনকারীর এক কপি ছবি এবং স্বাক্ষর করা স্ক্যান কপি ,যা সর্বোচ্চ ১০০ কেবির মধ্যে রাখতে হবে ৷

  • আবেদন প্রক্রিয়ার চারটি ধাপ আছে – ⇒    Click here   –  Online  Apply  Now .

  1. প্রথম ধাপে আবেদনকারীকে রেজিস্ট্রেশন করতে হবে ৷

  2. দ্বিতীয় ধাপে আবেদনকারীর সমস্ত অ্যাকাডেমিক তথ্য নথিভুক্ত করতে হবে৷

  3. তৃতীয় ধাপে সেলফ ডিক্লারেশন বা আবেদনকারীকে সহ ঘোষণা দিতে হবে ৷

  4. চতুর্থ ধাপে আবেদন সম্পন্ন করতে অনলাইন পেমেন্ট এর মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি বা আবেদন মূল্য দিতে হবে।

 (General/S.C/S.T/OBC প্রার্থীদের জন্য ৫০০ টাকা এবং অ্যাপ্লিকেশন ফি ৷ এ ছাড়া P.H প্রার্থীদের জন্য ২৫০ টাকা সঙ্গে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে।)

এ বিষয়ে মনে রাখতে হবে , একবার আবেদন পত্রের তথ্য জমা দিলে তা কোন পর্যায়ে পরিবর্তন করা যাবে না এবং আবেদনের মূল্য ফেরত যোগ্য নয় ৷ তাই সঠিকভাবে সম্পূর্ণ ফর্ম পূরণের পর প্রার্থীরা অ্যাপ্লিকেশনটি পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন কিংবা অ্যাপ্লিকেশন আইডিটি যত্ন সহকারে রাখতে পারেন ৷

 এছাড়া অনলাইন আবেদন সংক্রান্ত কোনো রকম সহায়তার জন্য পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের হেল্প লাইন নাম্বারে অথবা ইমেলে যোগাযোগ করা যেতে পারে ৷৷

…………………………………………………………………………………………………………………………………………………………………….

…………………………………………………………………………………………..

Share
error: Content is protected !!