198 Views

Time ১.৩০ Full Marks :৩৫
Group- A
(Marks ১০)
( নিচের প্রশ্ন গুলি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিন )
1. a) CRT কি?
b) মূল্যায়ন বলতে কি বোঝায়?
c) শিক্ষাবিজ্ঞানের শিক্ষকের নীতি জ্ঞান বলতে কি বোঝেন?
d) ব্লম ট্যাক্সোনোমি অনুসারে জ্ঞানমূলক মাত্রার উদ্দেশ্য বা ধাপ গুলি লেখ?
e) শিক্ষা সহায়ক উপকরণ কি?
f) ভূমিকায়ণ শিক্ষণ কি ?
g) উৎকৃষ্ট শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য গুলি কি কি?
h) শিক্ষাবিজ্ঞান শিখন শিক্ষনে শিক্ষামূলক ভ্রমণের গুরুত্ব লিখুন?
i) CCE এবং CCA এর সম্পূর্ণ নাম কি?
j) পাঠ্যপুস্তক পর্যালোচনা বলতে কী বোঝায়?
k) শিক্ষাবিজ্ঞান শিক্ষকের চারটি পেশাগত গুণাবলী উল্লেখ করুন?
l) অনু শিক্ষনের ধাপ গুলি কি কি?
M) উপ একক কি ?
Group-B
(Marks ১৫)
( নিচের প্রশ্ন গুলি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন )
২. শিক্ষাবিজ্ঞান বিষয়ে দেওয়াল ও বার্ষিক পত্রিকার গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করুন I (২.৫+২.৫)
৩. শিক্ষামূলক ভ্রমণ কি ? শিক্ষাবিজ্ঞান শিখনে বিতর্কসভার গুরুত্ব উল্লেখ করুন I (২+৩)
৪. পাঠ পরিকল্পনা কি ? আদর্শ পাঠ পরিকল্পনার শর্ত গুলো কি কি ? (২+৩)
৫ ব্লম ট্যাক্সনোমি বলতে কী বোঝায় ? বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এবং বিষয়গত বিশ্লেষনের পার্থক্য কি ? (২+৩)
৬.শিক্ষাবিজ্ঞান বিষয়ে অনুকৃতি পাঠের বৈশিষ্ট্য গুলি আলোচনা করুন ? অনুকৃতি পাঠের সঙ্গে সম্পর্কিত দুটি দক্ষতার নাম উল্লেখ করুন ।(২+৩)
৭. ন্যাশনাল নলেজ কমিশনের মত অনুসারে শিক্ষকের গুরুত্বপূর্ণ গুনাবলির দিক গুলি কি কি ? ৫
৮.সংক্ষেপে শিক্ষাবিজ্ঞান শিক্ষকের পেশাগত উন্নয়ন বর্ণনা করুন । ৫
৯.কিভাবে এডুকেশন শিক্ষক হিসেবে শ্রেণিকক্ষে প্রদর্শনীকে ব্যবহার করবেন । ৫
১০.পাঠ্যপুস্তক পর্যালোচনা কি পাঠ্যপুস্তক পর্যালোচনা শর্তগুলি উল্লেখ করুন । ৫
Group-C
(Marks ১০)
( নিচের প্রশ্ন গুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিন )
১১. শিক্ষাবিজ্ঞান বিষয়ে যে কোন একটি বিজ্ঞানসম্মত একক পাঠের বিশ্লেষণ কিভাবে করবেন। শিক্ষাবিজ্ঞানে একাদশ বা দ্বাদশ শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্গত যেকোনো একটি একক পার্ট নির্বাচন করে পাঠ বিশ্লেষণ করুন । (২+৮)
১২ .পাঠ একক বিশ্লেষণ বলতে কী বোঝায় ? পাঠ একক বিশ্লেষণে শিক্ষণ শিখন প্রক্রিয়ার পদ্ধতি গুরুত্ব কি ? (২+৮)
১৩. শিক্ষাবিজ্ঞান বিষয়ে যে কোন একটি বিজ্ঞানসম্মত একক পাঠের বিশ্লেষণ কিভাবে করবেন—— (২+২+২+৪)
i) উপ এককে ভাগ করে পিরিয়ড সংখ্যা নির্দিষ্ট করুন।
ii) নির্দিষ্ট উপেককের শিখন উদ্দেশ্য গুলি উল্লেখ করুন।
iii) সংশ্লিষ্ট উপিকক্তির বিষয়বস্তুর ধারণা দিন।
iv) শিক্ষণ পদ্ধতি এবং শিক্ষণ শিখন উপকরণ গুলি প্রস্তুত করুন।
১৪. শিক্ষা বিজ্ঞানসম্মত বিশ্লেষন বলতে কি বোঝায় ? শিক্ষা বিজ্ঞানের শিক্ষক হিসেবে উচ্চমাধ্যমিক স্তরের আপনি কিভাবে পারদর্শিতার অভিক্ষা প্রস্তুত করবেন ? (২+৮)
বি.দ্রঃ – উপরিউক্ত প্রশ্ন গুলো সম্ভব প্রশ্নাবলি, পরীক্ষার জন্য সহায়ক হিসাবে দেখা যেতে পারে। তাই ভালো করে সমস্ত সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিয়েই পরীক্ষা দেওয়ায় শ্রেয়।
Best of luck 
