Discuss about the Education as a Process of Social sub – System.
What is System:-
সিস্টেম কি ? সাধারণভাবে সিস্টেম বলতে কতকগুলি অংশ মিলে গঠিত একটি রূপকে বোঝায় । অর্থাৎ একটি সিস্টেমের অনেকগুলি ছোট ছোট অংশ থাকে এবং এগুলি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত । সিস্টেমের প্রত্যেকটি অংশের নিজস্ব প্রকৃতি থাকে এবং প্রত্যেকটির একটি নিজস্ব ভূমিকা থাকে তার মধ্য দিয়ে একটি সিস্টেম কার্যকরী হয়ে ওঠে ।।
সিস্টেম মূলত দুই ভাগে ভাগ করা যায় ঃ-
- 1. Natural System.
- 2. Man Made System.
Naturnal System. (ন্যাচারাল সিস্টেম ) কে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যথা :-
InOrganic Naturnal System. যেমন :- সৌরশক্তি এবং
- Organic Naturnal System যেমন :- মানব শরীর ।
অন্যদিকে Man Made System (ম্যানমেড সিস্টেম) কে আবার চার ভাগে ভাগ করা যায়, যথা :-
Mechanical System.
Personality System.
Cultural System.
Social System.
Social System:-
সামাজিক ক্রীড়া প্রতিক্রিয়ার একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত রূপকেই বলা হয় সোশ্যাল সিস্টেম । এটা সামাজিক ক্রিয়া – প্রতিক্রিয়ার একটা মাধ্যম । এই মাধ্যমে সমাজস্থ ব্যক্তিরা একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমাজব্যবস্থাকে সুগঠিত করে রাখে এবং সমস্ত ব্যক্তিরা সামাজিক রীতি-নীতি গুলিকে মান্য করার মধ্য দিয়ে একে অপরের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে । এই সৃজনশীল সুংগঠিত ব্যবস্থাকেই বলা হয় সোশ্যাল সিস্টেম । সোশ্যাল সিস্টেম আবার বিভিন্ন ধরনের সাব – সিস্টেম আছে । যেমন – ফ্যামিলি সিস্টেম, পলিটিকাল সিস্টেম, এবং এডুকেশন সিস্টেম, ইত্যাদি ।
Characteristics of Social System:-
সোশ্যাল সিস্টেমের বৈশিষ্ট্য গুলি হল :-
প্রথমতঃ – সামাজিক ক্রীড়া প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম গড়ে ওঠে।
দ্বিতীয়তঃ – সোশ্যাল সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কথা বলা হয়েছে তা অবশ্যই অর্থপূর্ণ হবে ।
তৃতীয়তঃ – সোশ্যাল সিস্টেমের আরেকটি সম্ভবত ঐক্যবদ্ধ রূপ হলো কাঠামো ।
চতুর্থঃ – সোশ্যাল সিস্টেমের বিভিন্ন অংশগুলি রয়েছে সেগুলি বিভিন্ন কার্যাবলীর মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত।পঞ্মঃ – সিস্টেম সমাজের সাংস্কৃতিক ব্যবহারের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত অর্থাৎ যে সমাজ যে পরিবেশে সেই রকম সেই সমাজের সোশ্যাল সিস্টেম ।
Education As A Process of Social- Sub System :-
একটা সিস্টেমের বিভিন্ন সাব – সিস্টেম থাকতে পারে । এই সব সাব সিস্টেম গুলির মধ্যে সিস্টেমের সমস্ত গুণাবলী বর্তমান থাকে । তাহলে এগুলি তাদের নিজস্ব উদ্দেশ্য গুলি চরিতার্থ করতে পারে । সোশ্যাল সিস্টেমের বিভিন্ন ধরনের হয় ,এগুলি হল যেমন- ফ্যামিলি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, রিলিজিয়ার সিস্টেম, এবং এডুকেশন সিস্টেম ইত্যাদি। এডুকেশন সিস্টেম হিসেবে শিক্ষার যে সমস্ত বৈশিষ্ট্য গুলি রয়েছে সেগুলি হল-
প্রথমতঃ – মানুষকে সামাজিক ব্যক্তি রূপে পরিণত করে তোলার ব্যাপারে শিক্ষা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে এবং শিক্ষা ব্যক্তির জ্ঞান মূল্যবোধ নৈতিক মান ইত্যাদি বিকাশে সাহায্য করে।
দ্বিতীয়তঃ – শিক্ষা সমাজের বিভিন্ন খারাপ দিক গুলি সংস্কার সাধনের মধ্য দিয়ে উন্নত রূপ প্রদান করে ।
তৃতীয়তঃ – শিক্ষা মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তিদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং শিক্ষার্থীকে শিক্ষার বিভিন্ন বিষয়গুলি অবগত করায় ।
- চতুর্থঃ – শিক্ষা ব্যবস্থাটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয় এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণভাবে হয়ে থাকে।
- পঞমঃ – বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতিক সংরক্ষণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়ের ব্যবস্থার মধ্য দিয়েও পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন মূল্যবোধ গঠনেও সাহায্য করে থাকে।
- সুতরাং শিক্ষা হল সমাজের একটি বিদ্যালয় ব্যবস্থার মধ্য দিয়ে সোশ্যাল সিস্টেম একটি সাব সিস্টেম যা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন পদ্ধতির সাহায্যে শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি সমাধানে সাহায্য করে থাকে ।।।