শিক্ষা হলো সমাজের একটি উপ্যবস্থা আলোচনা কর।Education as a Process of Social sub – System.

22 Views

Discuss about the Education as a Process of Social sub – System.

What is System:- 

সিস্টেম কি ?  সাধারণভাবে সিস্টেম বলতে কতকগুলি অংশ মিলে গঠিত একটি রূপকে বোঝায় । অর্থাৎ একটি সিস্টেমের অনেকগুলি ছোট ছোট অংশ থাকে এবং এগুলি একে অপরের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত । সিস্টেমের প্রত্যেকটি অংশের নিজস্ব প্রকৃতি থাকে এবং প্রত্যেকটির একটি নিজস্ব ভূমিকা থাকে তার মধ্য দিয়ে একটি সিস্টেম কার্যকরী হয়ে ওঠে ।।

 Classification of Social System

 

 

 

 

 

 

সিস্টেম মূলত দুই ভাগে ভাগ করা যায় ঃ-

  1. 1. Natural System.
  2. 2. Man Made System.

Naturnal System. (ন্যাচারাল সিস্টেম ) কে আবার দুটি ভাগে ভাগ করা যায়, যথা :-

InOrganic Naturnal System. যেমন :- সৌরশক্তি এবং

  1. Organic Naturnal System যেমন :- মানব শরীর ।

অন্যদিকে Man Made System (ম্যানমেড সিস্টেম) কে আবার চার ভাগে  ভাগ করা যায়, যথা :-

Mechanical System.

Personality System.

Cultural System.

Social System.

Social System:-

সামাজিক ক্রীড়া প্রতিক্রিয়ার একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রিত রূপকেই বলা হয় সোশ্যাল সিস্টেম । এটা সামাজিক ক্রিয়া – প্রতিক্রিয়ার একটা মাধ্যম । এই মাধ্যমে সমাজস্থ ব্যক্তিরা একে অপরের সঙ্গে পারস্পরিক সম্পর্ক স্থাপনের মাধ্যমে সমাজব্যবস্থাকে সুগঠিত করে রাখে এবং সমস্ত ব্যক্তিরা সামাজিক রীতি-নীতি গুলিকে মান্য করার মধ্য দিয়ে একে অপরের সঙ্গে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া করে থাকে । এই সৃজনশীল সুংগঠিত ব্যবস্থাকেই বলা হয় সোশ্যাল সিস্টেম ।   সোশ্যাল সিস্টেম আবার বিভিন্ন ধরনের সাব – সিস্টেম আছে । যেমন – ফ্যামিলি সিস্টেম, পলিটিকাল সিস্টেম, এবং এডুকেশন সিস্টেম, ইত্যাদি ।

Characteristics of Social System:-

সোশ্যাল সিস্টেমের বৈশিষ্ট্য গুলি হল :-

প্রথমতঃ – সামাজিক ক্রীড়া প্রতিক্রিয়ার ওপর ভিত্তি করেই সামাজিক ব্যবস্থা বা সোশ্যাল সিস্টেম গড়ে ওঠে।

দ্বিতীয়তঃ –  সোশ্যাল সিস্টেমের আরেকটি বৈশিষ্ট্য হলো যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া কথা বলা হয়েছে তা অবশ্যই অর্থপূর্ণ হবে ।

তৃতীয়তঃ – সোশ্যাল সিস্টেমের আরেকটি সম্ভবত ঐক্যবদ্ধ রূপ হলো কাঠামো ।

চতুর্থঃ – সোশ্যাল সিস্টেমের বিভিন্ন অংশগুলি রয়েছে সেগুলি বিভিন্ন কার্যাবলীর মধ্যে পরস্পর পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত।পঞ্মঃ – সিস্টেম সমাজের সাংস্কৃতিক ব্যবহারের সাথে বিশেষভাবে সম্পর্কযুক্ত অর্থাৎ যে সমাজ যে পরিবেশে সেই রকম সেই সমাজের সোশ্যাল সিস্টেম ।

Education As A Process of Social- Sub System :-

একটা সিস্টেমের বিভিন্ন সাব – সিস্টেম থাকতে পারে । এই সব সাব সিস্টেম গুলির মধ্যে সিস্টেমের সমস্ত গুণাবলী বর্তমান থাকে । তাহলে এগুলি তাদের নিজস্ব উদ্দেশ্য গুলি চরিতার্থ করতে পারে । সোশ্যাল সিস্টেমের বিভিন্ন ধরনের হয় ,এগুলি হল যেমন- ফ্যামিলি সিস্টেম, পলিটিক্যাল সিস্টেম, রিলিজিয়ার সিস্টেম, এবং এডুকেশন সিস্টেম ইত্যাদি। এডুকেশন সিস্টেম হিসেবে শিক্ষার যে সমস্ত বৈশিষ্ট্য গুলি রয়েছে সেগুলি হল-

প্রথমতঃ – মানুষকে সামাজিক ব্যক্তি রূপে পরিণত করে তোলার ব্যাপারে শিক্ষা একটি শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে  এবং শিক্ষা ব্যক্তির জ্ঞান মূল্যবোধ নৈতিক মান ইত্যাদি বিকাশে সাহায্য করে।

দ্বিতীয়তঃ – শিক্ষা সমাজের বিভিন্ন খারাপ দিক গুলি সংস্কার সাধনের মধ্য দিয়ে উন্নত রূপ প্রদান করে ।

তৃতীয়তঃ – শিক্ষা মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত বিভিন্ন ব্যক্তিদের মধ্যকার পারস্পরিক সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করে এবং শিক্ষার্থীকে শিক্ষার বিভিন্ন বিষয়গুলি অবগত করায় ।

  • চতুর্থঃ – শিক্ষা ব্যবস্থাটি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের দ্বারা পরিচালিত হয় এবং সমগ্র শিক্ষা ব্যবস্থাটি সম্পূর্ণভাবে হয়ে থাকে।
  • পঞমঃ – বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংস্কৃতিক সংরক্ষণের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়ের ব্যবস্থার মধ্য দিয়েও পরবর্তী প্রজন্মের শিক্ষার্থীদের সমাজের বিভিন্ন মূল্যবোধ গঠনেও সাহায্য করে থাকে।
  • সুতরাং শিক্ষা হল সমাজের একটি বিদ্যালয় ব্যবস্থার মধ্য দিয়ে সোশ্যাল সিস্টেম একটি সাব সিস্টেম যা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে বিভিন্ন পদ্ধতির সাহায্যে শিক্ষার বিভিন্ন সমস্যাগুলি সমাধানে সাহায্য করে থাকে ।।।
Share
error: Content is protected !!