Folkways and Mors (লোকাচার এবং লোকনীতি বলতে কী বোঝায়)

Folkways and Mors (লোকাচার এবং লোকনীতি বলতে কী বোঝায় ? অথবা লোকনীতি এবং লোকাচার মধ্যে পার্থক্য আলোচনা করুন ?)

A. লোকাচার বলতে কি বোঝায়:-

W.G. Sumner এর মতে, সমাজের অনুমোদিত আচরণ বিধি হলো লোকাচার।

ম্যাক ইভার এবং পেজ বলেছেন , সমাজের অনুমোদিত এবং স্বীকৃত আচরণ, হল লোকাচার। যেমন নমস্কার করা, শুভেচ্ছা বিনিময় করা প্রভৃতি।

  • লোকাচারের গুরুত্তপূর্ণ বৈশিষ্ট্য:-

১. স্বীকৃত বা অনুমোদিত, আচরণবিধি ।

২. মানুষের সাধারণ জীবন যাপনের রীতিনীতি।

৩. মানব জীবনকে সার্থক সর্বাঙ্গ সুন্দরভাবে গড়ে তোলার সহায়ক বিধিনিষেধ।

৪.সমাজের ঐতিহ্য, শৃঙ্খলা ও ধারাবাহিকতার মাধ্যমে গড়ে তোলা সমাজের অন্যতম নিয়ন্ত্রক।

B. লোকনীতি বলতে কি বোঝায় :-

লোকনীতি শব্দটি  ল্যাতিন শব্দ, Moralis থেকে এসেছে, যার অর্থ হল- প্রথা বা Custom.

ম্যাক ইভার এবং পেজ বলেছেন, লোকনীতি হল মানবীয় সম্পর্কের ,আচরণের নিয়ন্ত্রক ।অর্থাৎ লোকনীতি হলো – অবশ্য পালনীয় লোকাচার ।যেমন, গুরুজনদের শ্রদ্ধা করা, পিতা-মাতাকে মান্য করা প্রভৃতি।

  • লোকনীতির গুরত্বপূর্ন বৈশিষ্ট্য:-

১.সমাজের একপ্রকার শিষ্টাচার ।

২. সমাজের বিশেষ ধরনের এক প্রথা।

৩.মানব সমাজের কতকগুলি, স্বাভাবিক আচরণ সমূহ।

৪.সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম এক মাধ্যম।

  • লোকনীতি এবং লোকাচার মধ্যে পার্থক্য:-

প্রথমত:- লোকনীতি হল অবশ্য পালনীয় লোকাচার। অর্থাৎ লোকনীতি প্রতিপালনের মধ্যে থাকে কতগুলি বাধ্যবাধকতা।

কিন্তু অপরদিকে লোকাচারের মধ্যে বাধ্যবাধকতা থাকে না।

দ্বিতীয়তঃ- লোকনীতির সঙ্গে ন্যায়-অন্যায়, ভালো-মন্দ, উচিত – অনুচিৎ, প্রভৃতি প্রশ্ন জড়িত থাকে ।

কিন্তু অপরদিকে লোকাচারের সঙ্গে এগুলি, অনুপস্থিত।

তৃতীয়ত:- লোকনীতির তুলনায় লোকাচার ব্যাপক।

চতুর্থত:- সমাজের গুরুত্বের বিচারে, প্রকাশের তুলনায় লোকনীতি অধিকতর গুরুত্বপূর্ণ।

পঞ্চমত:- লোকনীতি লংঘন করলে সমাজের ক্ষতি হতে পারে ।

কিন্তু, অপরদিকে লোকাচার লংঘন করলে, এরূপ আশঙ্কা দেখা যায় না।

ষষ্ঠত:- অতীত সমাজে অবস্থিত বস্তু লোকনীতি ,তার গুরুত্ব হারিয়ে লোকাচারে পরিণত হয়েছে ।

কিন্তু লোকাচারগুলি গুরুত্ব হারিয়ে, বিলীন হয়ে গেছে।

সপ্তমত:- লোকনীতিগুলি সমাজের প্রচলিত প্রথাগুলির মত অবশ্য পালনীয় হয় ।

কিন্তু লোকাচারের প্রতিপালনে এরূপ বাধ্যবাধকতা দেখা যায় না।।

Share
error: Content is protected !!