Notice for post of selection of Anganwadi Workers and Anganwadi Helpers at all the ICDS projects. (অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকা নিয়োগ )।

হুগলি জেলার অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকা নিয়োগ করবেন হুগলি জেলা প্রশাসন।

হুগলি জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনে গ্রাম পঞ্চায়েত, পুরসভার অধীনে বিভিন্ন ওয়ার্ড কেন্দ্রিক,  শিশু বিকাশ সেবা প্রকল্প নামক অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকা  নিয়োগ করা হবে।

এক্ষেত্রে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।

শূন্য পদের সংখ্যা প্রায় দেড় হাজারের কাছাকাছি।

অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকা নিয়োগে আবেদনের জন্য, যে অঞ্চলে ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত শূন্য পদের জন্য আবেদন করবেন প্রার্থীকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে-     সুসংগত শিশু বিকাশে বা প্রকল্পের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের জন্য শুধুমাত্র মহিলা প্রার্থীরাই অনলাইনে আবেদন করতে পারবে। এই পদগুলি সম্পূর্ণরূপে স্বেচ্ছা সেবামূলক  কাজ । প্রার্থীরা শুধুমাত্র সরকারের নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন। হুগলি জেলার ওয়েবসাইটে গিয়ে ১০-০৮-২০২৩ তারিখ থেকে ০৪-০৯-২০২৩ তারিখ পর্যন্ত  অনলাইনে আবেদন করা যাবে । অনলাইনে আবেদনের শেষ তারিখ ০৪-০৯-২০২৩ তারিখ পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা :-

ন্যূনতম অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।

উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

বয়স:-

০১-০১-২০২৩ তারিখ অনুসারে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

পরীক্ষা পদ্ধতি:-

অঙ্গনওয়াড়ী কর্মী এবং সহায়িকা নিয়োগের প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার ৯০ নম্বর এবং ইন্টারভিউ ১০ নম্বর  , টোটাল ১০০নম্বরের পরীক্ষার মাধ্যমে ।

লিখিত পরীক্ষার পাঠ্যক্রম:

1.মাতৃ ভাষায় ১৫০ শব্দের রচনা লিখুন (অষ্টম শ্রেণীর মান )     পূর্ণমান ১৫ .

2.পাটী গনিত  (অষ্টম শ্রেণীর মান)                                             পূর্ণমান ২০.

3.পুষ্টি জনস্বাস্থ্য মহিলাদের অবস্থান বিষয়ক প্রশ্ন                        পূর্ণমান ১৫.

4. ইংরেজি ভাষা                                                                         পূর্ণমান ২০.

(প্রার্থীর ইংরেজি ভাষা সম্পর্কে সাধারণ জ্ঞান অনুবাদ ইত্যাদি, অষ্টম নবম শ্রেণীর) 

5. সাধারণ জ্ঞান                                                                          পূর্ণমান ২০.

সকল আবসিক শর্ত পূরণ সাপেক্ষ যোগ্য আবেদনকারীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা ৯০ নম্বরের এবং লিখিত পরীক্ষায় ৩০ নম্বর পেলে তবে  মৌখিক পরীক্ষার প্রবেশ অধীকার পাওয়া যাবে।লিখিত পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর না পেলে পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।

অনলাইনে আবেদন:-

হুগলি জেলার ওয়েবসাইটে গিয়ে ১০-০৮-২০২৩ তারিখ থেকে ০৪-০৯-২০২৩ তারিখ পর্যন্ত  অনলাইনে আবেদন করা যাবে । অনলাইনে আবেদনের শেষ তারিখ ০৪-০৯-২০২৩ তারিখ পর্যন্ত।

শূন্য পদের বিন্যাস :-

শূন্যপদের বিন্যাস জানতে হলে ওয়েবসাইট ভিজিট করতে হবে।

বিস্তারিত জানতে ওয়েবসাইট  hooghly.nic.in  ক্লিক করতে হবে।

বিজ্ঞপ্তি অনুসারে আরো বিস্তারিত তথ্য দেখতে ওয়েবসাইট hooghly.nic.in  ভিজিট করতে হবে এবং বিভিন্ন সার্কেলের বা সাব ডিভিশন ভিত্তিক আইসিডিএস বিজ্ঞাপনগুলি লক্ষ্য করতে হবে।

বিজ্ঞাপনের পাশে  CLICK HERE TO APPLY ONLINE   অপশনে ক্লিক করতে হবে।

APPLY ONLINE ⇒  Anganwadi Workers and Anganwadi Helpers (Hooghly District)….

Share
error: Content is protected !!