Pragmatism ( প্রয়োগবাদ )

Pragmatism ( প্রয়োগবাদ )

ভাববাদ ীর সমাজতান্ত্রিক ভাবনার প্রতিবাদে এসেছে ব্যক্তি তান্ত্রিক প্রকৃতিবাদ আবার এই দুই ভাবনার প্রতিবাদে গড়ে উঠেছে প্রয়োগবাদ বা Pragmatism.

Pragmatism গ্রিক শব্দ Pragma থেকে এসেছে যার অর্থ হলো – A think done business effective action.

 বিভিন্ন দার্শনিক গুলির মধ্যে প্রয়োগবাদ সেই সব থেকে নবীনতম দার্শনিক বলা হয়।

Pragmatism যার অর্থ হল to do, or to accomplish.

Type of Pragmatism:-

1. Humanistic pragmatism – যা মানুষের  চাহিদার পরিতৃপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে ।

2. Experimental pragmatism – যা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে গ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করা হয়েছে।

3. Instrumental pragmatism – আইডিয়াকে টুল বা ইন্সট্রুমেন্টাল হিসেবে গণ্য করা হয়েছে।

4.Biological Pragmatism – যা পরিবেশের সঙ্গে অভিযোজন নিয়ে আলোচনা করা হয়েছে।

A. Metaphasis :-

প্রয়োগবাদীদের মতে পৃথিবীতে এমন কিছু নেই যা চিরস্থায়ী।

এরা বিশ্বাস করেন প্রয়োগ শুদ্ধ সত্যের বাইরে কোন অস্তিত্ব নেই।

পৃথিবী নিজেই অসম্পূর্ণ।

B. Epistemology:-

যে জ্ঞানে সর্বজনীন মানুষের প্রবেশ অধিকার নেই সেই জ্ঞান বিশ্বাস করে না।

কিছু করা বা বেঁচে থাকার জন্য জ্ঞানের প্রয়োজন হয়।

প্রতিদিনের সমস্যার সমাধানের জন্য যে জ্ঞান প্রয়োজন সেই জ্ঞানী বাস্তব।

C. Axiology:-

Value চিরস্থায়ী নয় সদা পরিবর্তনশীল।

 মূল্যবোধ ঘটনার সামাজিক প্রভা ও ব্যক্তির ইন্টারেকশন এর মাধ্যমে উৎপন্ন হয়।

কোন বস্তুর মূল্যবোধ যথার্থতা নির্ভর করে সমাজের ওপর।

D. Aim:-

1. Social efficiency.( সামাজিক দক্ষতা)

2. No fixed aim.(কোন নিয়মতান্ত্রিক লক্ষ্য নেই)

3. Adaptation to environment.(পরিবেশের ভারসাম্য যোগ্যতা)

4. Good citizenship.(আদর্শ নাগরিকত্ব)

5. Continuous growth.(সার্বিক বিকাশ সাধন)

E. Curriculum:-

I) principal of utility.

II) principle of active experience.

III) principal of integration.

IV) principle of all round development.

V) principle of interest.

F. Methodology :-

Learning by doing.

children’s activity.

teacher activity.

project method.

problem solving method.

active learning.

প্রকল্প ও জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে শিক্ষা দিতে হবে।

শিক্ষাদর্শনের ভাববাদ এবং প্রকৃতিবাদ সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এডুকেশন পাঠভাবন  ওয়েবসাইট ভিজিট করুন।

Share
error: Content is protected !!