Renewal Application for Swami Vivekananda Merit-cum-Means Scholarship . স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপে রিনিউ করার আবেদন ।

SVMCM Scholarship

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপে রিনিউ করার আবেদন :-

svmcm
     SVMCM  স্কলারশিপে রিনিউ করতে গেলে প্রথমে SVMCM ওয়েবসাইটে যেতে হবে । গুগল সার্চ বক্সে SVMCM বলে সার্চ করতে হবে। প্রথম যে লিঙ্কটা আসবে SVMCM বাংলার উচ্চশিক্ষা , সেই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। এরপর স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ আবেদন করা ১৫ সংখ্যার অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে তারপর নিচে সিকিউরিটি কোড দিতে হবে। তারপরে লগইন করতে হবে।
Source SVMCM Portal
Source SVMCM Portal
Login করে মেন পেজে আসতে হবে । লগইন করার পর মেইন পেজ ওপেন হবে যেখানে ক্যান্ডিডেটের নিজের ছবি শো করবে এবং ডানদিকে Activity শো করবে । এরপর মেইন পেজের বামদিকে Application Details অপশনে Click করতে হবে । তারপর প্রথম অপশনে Edit Renewal Application অপশনে Click করতে হবে । তারপর অ্যাপ্লিকেশন ডিটেলস্ দেখা যাবে ।।

স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপে রিনিউ করার আবেদন করতে গেলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হইবে——-

Source SVMCM Portal.
 ১. প্রথমেই Basic Details এ কোনো রূপ পরিবর্তন করতে হবে না।
Source SVMCM Portal
২. দ্বিতীয়ত Family Address of Application অপশনে কোনো রূপ পরিবর্তন করতে হবে না।
Source SVMCM Portal
৩. তৃতীয়ত Aadhaar Details অপশনে নিজের আধার নম্বর ইনপুট করতে হবে।
Source SVMCM Portal.
৪ চতুর্থত Bank Details অপশনে কোনো রূপ পরিবর্তন করতে হবে না। যদি কেউ ব্যাংক চেঞ্জ করতে চান তবে চেঞ্জ করতে পারেন। নতুবা ব্যাংক চেঞ্জ করতে না চাইলে No করতে হবে।
Source SVMCM Portal.
৫. পঞ্চমত  Details of Qualifying Public Examination অপশনে অনেকগুলো বিষয় চেঞ্জ করতে হবে।
Source SVMCM Portal.
* Year of Last Qualification অপশনে যে বছর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ ২০২২ .
* Last Qualifying Examination অপশনে – ইউনিভার্সিটির নাম দিতে হবে যেমন WBUTTEPA.
*Total Marks এর ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের মোট নম্বর দিতে হবে। যেমন ৫০০+৫০০=১০০০ অর্থাৎ ১০০০ নম্বর ইনপুট করতে হবে।
* Obtained Marksএর ক্ষেত্রে ১০০০ এর মধ্যে কত নম্বর পাওয়া গেছে দুটি সেমিস্টার মিলে সেটা দিতে হবে।
* Percentage Obtained এর ক্ষেত্রে কত নম্বর দুটি সেমিস্টারে মিলে পাওয়া গেছে তার শতকরা হার % ইনপুট করতে হবে।।


৬.ষষ্ঠত Present Course of Study অপশনে অনেকগুলো বিষয় চেঞ্জ করতে হবে।
Source SVMCM Portal
*Present Course Study অপশনে কোর্সের নাম দিতে হবে যেমন, B.ED
*Discipline অপশনে যার যেটা মেথড সাবজেক্ট তা উল্লেখ করতে হবে।।
*Date of Admission অপশনে দ্বিতীয় সেমিস্টারের ভর্তির ডেট টি দিতে হবে । এ বিষয়ে কলেজের সঙ্গে যোগাযোগ করতে হবে। সংশ্লিষ্ট কলেজ থেকে অ্যাডমিশন ডেট এবং অ্যাডমিশন রিসিপ নিতে হবে। (যেটা পরে ডকুমেন্ট আপলোর্ড অপশনে পিডিএফ আপলোর্ড করতে হবে ।)
* Present Year of the Study অপশনে বর্তমান সাল দিতে হবে।
প্রেজেন্ট ইয়ার অফ স্টাডি ২০২৩ অনুসারে কোন ইয়ারে পড়ছেো সেটা নিবাচন করতে হবে । যেমন 1st Year, 2nd Year, 3rd Year (B.Ed 2021-2023 Session এর ক্ষেএে 2nd Year হবে )

৭.সপ্তমত Present Institute Details অপশনে কোনো রূপ পরিবর্তন করতে হবে না। অটোমেটিক District এবং ইনস্টিউশনের নাম এসে যাবে। যদি না আসে তাহলে যে ইনস্টিটিউট বা কলেজে ভর্তি হয়েছো সেই ইনস্টিটিউট বা কলেজে কোন জেলাতে আছে ,সেই জেলার নাম এবং ইনস্টিটিউট বা কলেজে নাম নির্বাচন করতে হবে।Save & Continue অপশনে ক্লিক করতে হবে ।
Source SVMCM Portal.
৮. অষ্টমত   Document Upload এর ক্ষেত্রে মূলত তিনটি নথি pdf আকারে আপলোড করতে হবে। প্রতিটি ডকুমেন্ট ৪০০ কেবির মধ্যে হতে হবে এবং প্রতিটি ডকুমেন্টস বোথ সাইড আপলোড করতে হবে ।
* প্রথম সেমিস্টারের পরীক্ষার মার্কশিট।
* দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার মার্কশিট।
* অ্যাডমিশন রিসিপ। (যেটা কলেজ থেকে সংগ্রহ করতে হবে)।
.

                      . পরিশেষে  Click &Save অপশনে ক্লিক করতে হবে ।পুনরায় ফর্মটি ভেরিফিকেশন করতে হবে দেখতে হবে ফর্মটি কোথায় কি ভুল আছে অর্থাৎ ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশনে  ক্লিক করতে হবে কিংবা ভিউ করে দেখতে হবে কোথায় কি ভুল আছে সব যদি সম্পূর্ণ পূরণ করা হয়ে থাকে , তাহলে Submit  অপশনে ক্লিক করতে হবে সাবমিট অপশনে ক্লিক করার পর ভিউ রিনিউয়াল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে সম্পূর্ণ ফর্মটি দেখা যেতে পারে প্রয়োজনে ডাউনলোড  অপশনে ক্লিক করে ফর্মটিকে ডাউনলোড করে নিয়ে সংশ্লিষ্ট কলেজে গিয়ে জমা দেওয়া  এবং কলেজে যোগাযোগ করতে হবে। পরবর্তী পদক্ষেপ ইনস্টিটিউশন বা কলেজ কর্তৃপক্ষ HOI দারা গ্রহণ করবেন  ।।

.

বি.দ্র:-  রিনিউ svmcm স্কলারশিপের ফ্রম পূরণ হেতু যে কোনো রকম সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কলেজের  HOI  অথবা SVMCM স্কলারশিপের টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে ।।

 ।।ধন্যবাদ ।।

Share
error: Content is protected !!