UGC NTA NET RESULT 2023

UGC NTA NET RESULT 2023 

(UGC NET এর ফলাফল বা স্কোর কার্ড)

বিশ্ববিদ্যালয় গ্র্যান্ড কমিশন , NTA দ্বারা পরিচালিত জাতীয় প্রবেশ অভীখা বা NET  পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।  NET পরীক্ষার মাধ্যমে কলেজ শিক্ষকতা বা গবেষনার জন্য বছরে দুইবার পরীক্ষা নেওয়া হয়ে থাকে।। উত্তীর্ণ পরীক্ষার্থী মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক অথবা গবেষনার কাজে নিযুক্ত থাকেন। তাই এই NET পরীক্ষা বা সর্ব ভারতীয় প্রবেশ অভীখার দায়িত্ব ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিয়ে থাকে।
UGC-NET ডিসেম্বর 2022-এর ফলাফল জানার জন্য পরীক্ষার্থীদের নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে।
  1. 1.    প্রথমে গুগল সার্চ বক্সে UGC NET লিখতে হবে। অথবা এই লিংকে ক্লিক করতে হবে করতে হবে।👉 https://ugcnet.nta.nic.in
2. তারপর UGC NET এর মূল পেজ ওপেন হবে। সেই পেজের বাম দিকের নিচের দিকে Candidate Activity অপশনে গিয়ে, UGC NET December -2022 Result এ ক্লিক করতে হবে।

3. তারপর একটি পপআপ আসবে। সেটিতে Ok অপশনটি ক্লিক করতে হবে।

4. তারপর নতুন একটি পেজ ওপেন হবে। যেখানে View Results অপশন আসবে। সেখানে Application Number, Date of Birth, এবং Secrurity Pin, ইনপুট করতে হবে।তারপর সব নথি সঠিক ভাবে দেবার পর Search অপশনে ক্লিক করতে হবে।
5. তারপর UGC NET এর ফলাফল বা স্কোর কার্ড দেখা যাবে। প্রয়োজনে স্কোর কার্ড পিডিএফ ডাউনলোড বা প্রিন্ট করে নেওয়া যেতে পারে।।
UGC-NET ডিসেম্বর 2022-এর ফলাফল বা স্কোর কার্ড সরাসরি দেখার জন্য নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করা যেতে পারে।
Direct Link : UGC NTA NET Result 2023 (https://ugcnet.nta.nic.in) 

 

  • কোনো প্রার্থীর স্কোর কার্ড ডাউনলোড করতে অসুবিধা হলে UGC NET (https://ugcnet.nta.nic.in) এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।।
  • ধন্যবাদ।।
Share
error: Content is protected !!