What is DigiLocker ? ( ডিজি লকার কি ? এবং কিভাবে ডিজি লকার ওয়ালেটে নথি সংরক্ষণ করা যায় ? )

DigiLocker কি ? কিভাবে ডিজি লকার ওয়ালেটে নথি সংরক্ষণ করা যায় ?

DigiLocker হল ডিজিট্যাল ইন্ডিয়া , কর্মসূচির অন্তর্গত ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি মন্ত্রক (MeitY)- এর অধীনস্থ একটি উদ্যোগ । ডিজি লকারের লক্ষ্য হলো নাগরিকদের ডিজিটাল ডকুমেন্ট, ডিজিটাল ওয়ালেটর মধ্যে সংরক্ষিত রাখা এবং সুরক্ষিত রাখা, যাতে সহজেই এক্সেস করা যায় ।
ডিজি লকারের (DigiLocker) উদ্দেশ্য হল :-দেশের নাগরিকদের ডিজিটাল ডকুমেন্ট ওয়ালেটে প্রকৃতপক্ষে ডিজিটাল নথিপত্র সংরক্ষণ করা । এছাড়া নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়নকে বাস্তবায়িত করা । তথ্য ও প্রযুক্তি নীতি অনুযায়ী ২০০৬ সালে জারি হওয়া ডিজি লকারে  রাখা নথিপত্রগুলোকে আসল কাগজের নথিপত্রের সাথে সমতুল্য বলে গণ্য করা । ২০১৭ সাল থেকে এই সূচনা জারি হয়েছিল ।

ডিজি লকারের (DigiLocker) সুবিধা :-

(i) ডিজি লকারের মধ্যে যেহেতু আধার সংযোগ থাকে তাই নথীপত্র বাস্তবেই সুরক্ষিত থাকে ।
(ii) ডিজি লকার ভারত সরকারের একটি প্রকল্প । শিক্ষা , স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে ব্যবহার হয় ।
(iii) নাগরিকদের নথিপত্র যে কোন সময়, যেকোন স্থানে, ব্যবহার ও প্রয়োগ করা যায় ।
(iv) ডিজিটাল নথিপত্র আসলের সমান বৈধ।
(v) ডিজি লকারের মাধ্যমে খুব দ্রুত সরকারি পরিষেবা পাওয়া যায় এছাড়াও যে কোন তথ্য বা নথি সংরক্ষণ করে রাখা যায় ।
(vi) ডিজি লকারের ব্যক্তিগত নীথিগুলি প্রয়োজনে ডাউনলোড এবং ডিলিট করা যায় ।

ডিজি লকারের (DigiLocker) অসুবিধা :-

(i)  ডিজি লকার ব্যবহারের জন্য অতি অবশ্যই একটি স্মার্টফোন অথবা কম্পিউটারের প্রয়োজন হয় ,যা সব সময় ব্যবহার না হতেও পারে ।
(ii)  নিরক্ষর নাগরিকদের ব্যবহার উপযোগী হয় না ।
(iii) বর্তমানে প্রযুক্তি নির্ভর সমাজ ব্যবস্থায় সচেতনতার অভাব ।

ডিজি লকারের (DigiLocker) প্রয়োগ :-

(i) ডিজি লকার প্রথমে স্মার্টফোন অথবা কম্পিউটারের ব্যবহার করা যায়।
(ii) প্রাত্যাহিক দিনের প্রয়োজনার্থে বিভিন্ন নথিপত্র গুলি যেমন – আধার কার্ড, প্যান কার্ড, কভিড ভ্যাকসিনের সার্টিফিকেট, এস.এস.সি মার্কশিট, এইচ.এস.সি মার্কশিট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, কাস্ট সার্টিফিকেট , ইনকাম সার্টিফিকেট,গাড়ির রেজিস্ট্রেশন প্রভৃতি ক্ষেএে তথ্য সংরক্ষন করা যায় ।
(iii)  রিয়েল টাইম যাচাই করন ।
(iv) নিরাপদ ভাবে নথিপত্র সংরক্ষণ করা যায় ।
(v) এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় স্তরের সার্টিফিকেট এবং বিভিন্ন পরীক্ষার প্রভিশনাল অ্যাপ্লিকেশন ফর্ম এবং এডমিট ডাউনলোড করা ,প্রভৃতি ক্ষেত্রে ডিজি লকারের প্রয়োগ হয়ে থাকে ।

ডিজি লকারের (DigiLocker) প্রক্রিয়া:-

১.  প্রথমে স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ডিজি লকার অ্যাপটি মোবাইল ফোনে ইন্সটল করতে হবে । অথবা কম্পিউটারের ক্রোম  ব্রাউজারে ডিজি লকার লিখে সার্চ করতে হবে ।।
Source : Digiloker App
Source : DigiLocker App
২. ডিজি লকার ইন্সটল করা অ্যাপটি স্মার্টফোনে ওপেন করতে হবে ।
Source : DigiLocker App
৩. ডিজি লকার ওপেন করার পর । একটা ইন্টারফেস আসবে , ব্যবহারকারী প্রয়োজনার্থে ভাষা নির্বাচন করবে ইংরেজি ,বাংলা ,হিন্দি ,যে কোন উল্লেখ করা একটি ভাষা নির্বাচন করতে হবে । তারপর Continue to English  অথবা বাংলায় চালিয়ে যান অপশনে ক্লিক করতে হবে।
Source : DigiLocker App
৪.তারপর ভাষা নির্বাচন করে,  গেট স্টার্টেড অথবা শুরু করা যাক অপশনে ক্লিক করতে হবে ।
Source : DigiLocker App
৫. তারপর সাইন ইন পেজে অ্যাকাউন্ট তৈরি করুন অথবা  ক্রিয়েট একাউন্ট অপশনে ক্লিক করতে হবে ।
Source : DigiLocker App
৬.তারপর অ্যাকাউন্ট তৈরি করার দ্রুত এবং সহজ এই পেজে নিম্নলিখিত তথ্যগুলি পূরণ করতে হবে ।যেখানে  ব্যবহারকারী আধার অনুযায়ী পুরো নাম  ইনপুট করতে হবে।আধার অনুযায়ী  জন্ম তারিখ ইনপুট করতে হবে ।পুরুষ মহিলা বা অন্যান্য নির্বাচন করতে হবে ।মোবাইল নাম্বার ইনপুট করতে হবে ।৬ সংখ্যার নিরাপত্তার পিন সেট করতে হবে ।একটি বৈধ ইমেল আইডি দিতে হবে ।এবং পরিশেষে আধার নাম্বারটা ইনপুট করতে হবে । তারপর পেশ করুন অথবা সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
Source : DigiLocker App
৭. তারপর তথ্য সাবমিট করার পর ইনপুট করা মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপি সম্পূর্ণ ইনপুট করে ,পেশ করুন অপশনে ক্লিক করতে হবে।
Source : DigiLocker App
৮. তারপর যদি কোনরকম তথ্য ইনপুট করতে ভুল হয়। সেক্ষেত্রে পুনরায় আধারের সঙ্গে প্রয়োজনীয় ডেটা গুলো ইনপুট করতে হবে। আধার অনুযায়ী নাম , জন্মতারিখ এবং আধার নাম্বার সম্পূর্ণ প্রদান করে ফের চেষ্টা করুন অপশনে ক্লিক করতে হবে।
Source : DigiLocker App
৯. সম্পূর্ণভাবে ফরম পূরণের পর ব্যবহারকারীর নাম সেট করতে হবে। এক্ষেত্রে ব্যবহারকারী নামটিতে অবশ্যই নুন্যতম ৪ থেকে ৫০ টি অক্ষর থাকতে হতে পারে এবং বিশেষ অক্ষর, হাইফেন ,আন্ডার কোর ,ডট, @, এই চিহ্নগুলি উল্লেখ করে একটি আইডি তৈরি করা যেতে পারে। আইডি সম্পূর্ণভাবে লেখার পর প্রেস করুন অপশনে ক্লিক করতে হবে।
Source : DigiLocker App
১০. তারপর অ্যাপসটি সম্পূর্ণভাবে অ্যাক্সেস করা যাবে । সেক্ষেত্রেযে ডকুমেন্টসগুলি বা নথিপএ প্রয়োজন বা ডাউনলোড করার প্রয়োজন আছে সেগুলির জন্য অনুসন্ধান অপশনে ক্লিক করতে হবে । যাবতীয় নথিপএ অনুসন্ধান অপশন থেকেই ইস্যু করা যাবে।
source : DigiLocker app
১১.অনুসন্ধান অপশনে ক্লিক করে ,যদি বর্ধমান ইউনিভার্সিটির সার্টিফিকেট ডিজিটাল আকারে ডাউনলোড করতে হয় বা ডিজি লকার ওয়ালেটে রাখা হয়।  সেক্ষেত্রে সার্চ অপশনে ক্লিক করে বর্ধমান বিশ্ববিদ্যালয় বলে সার্চ করতে হবে। সার্চ করার পর আধার অনুযায়ী ব্যবহারকারীর নাম শো করবে ।তারপর সেই ইউনিভার্সিটি পাঠ্যগত কোন বিষয়ে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে এবং সিলেক্ট ইয়ার নির্বাচন করতে হবে।তারপর ডকুমেন্ট পান অপশনে ক্লিক করতে হবে ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর কিছু সময় নেবে তারপর সার্টিফিকেট ইস্যু হবে।
Source : DigiLocker App
১২. তারপর সার্চ করার পর আধার অনুযায়ী ব্যবহারকারীর নাম শো করবে ।তারপর সেই ইউনিভার্সিটি পাঠ্যগত কোন বিষয়ে রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করতে হবে এবং সিলেক্ট ইয়ার নির্বাচন করতে হবে।তারপর ডকুমেন্ট পান অপশনে ক্লিক করতে হবে ডকুমেন্ট অপশনে ক্লিক করার পর কিছু সময় নেবে তারপর সার্টিফিকেট ইস্যু হবে।
Source : DigiLocker App
১৩.এখন ব্যবহারকারী যে সার্টিফিকেটগুলি ইস্যু করেছেন সেগুলি দেখতে হলে মেন ইন্টারফেসের ইস্যু করা হয়েছে অপশনে ক্লিক করতে হবে ।ইস্যু করা অপশনে ক্লিক করে দেখা যাবে কতগুলি নথি ইস্যু করা  আছে।
Source : DigiLocker App
১৪. এরপর ইস্যু করা নথি অপশনে বা ইস্যু করা হয়েছে অপশনে যে নথিগুলি ইস্যু হয়েছে । সেগুলি যেমন শো করবে । তেমনি  প্রপার ডকুমেন্টস এর ডানদিকে যে তিনটি ডট শো করবে। সেই  তিনটি ডটে ক্লিক করলে নতুন একটি অপশন ওপেন হবে ।
Source : DigiLocker App
১৫. তারপর ইসুকৃত ডকুমেন্ট গুলি দেখা, শেয়ার করা, পিডিএফ ডাউনলোড করা ,রিফ্রেশ করা ,এবং মুছে ফেলা, অপশনগুলি দেখা যাবে। ব্যবহারকারী প্রয়োজনার্থে ডকুমেন্টগুলি ডিজি লকারে সুরক্ষিতভাবে ওয়ালেটে রাখতেও পারেন এবং প্রয়োজনে ডাউনলোড করতে পারেন।
Source : DigiLocker App
১৬.ডিজিটাল লকারের আরেকটি সুবিধা হল ডিজি লকার ড্রাইভ অর্থাৎ এই ড্রাইভে কোন নথিপত্র যেমন ছবি, সিগনেচার, মোবাইল ফোন থেকে তোলা ছবি ,কোন পিডিএফ ,যে কোন তথ্য এক জায়গায় সঞ্চয় করে রাখা যায় ।তবে ডিজি লকার  ড্রাইভে ডকুমেন্ট স্বীকৃত প্রকৃত ডকুমেন্ট হিসেবে বিবেচনা করা হয় না অর্থাৎ ডিজি লকার ড্রাইভে রাখা সমস্ত ডকুমেন্ট ইসু করা ডিজি লকারের ওয়ালেটের মতো বৈধ নয়।
Source : DigiLocker App
সুতরাং পরিশেষে বলা যায় ডিজি লকারে অ্যাপটি ইস্যু করা ডকুমেন্ট যেটি সুরক্ষিত সহজেই ব্যবহার করা যায়।তেমনি ২০০০ সালের আয়কর আইন অনুযায়ী ইস্যু করা ডকুমেন্ট মূল ডকুমেন্টের সমান বৈধ । তাই ডিজি লকারের একটি অ্যাপস এর মধ্য দিয়ে সরাসরি অনলাইনে এর মাধ্যমে নথিপত্র সংরক্ষণ রাখা এবং প্রয়োজনে যেকোনো সময়ে এটি ব্যবহার করার এক উপযোগী মাধ্যম ।। এছাড়া বিভিন্ন পরীক্ষার এডমিট যেমন ইউজিসি নেট পরীক্ষার এডমিট  ডাউনলোড করা যায় এবং প্রয়োজনে সংরক্ষণ করে রাখা যায়।
Source : DigiLocker
পাঠকের কাছে নিবেদন এই প্রতিবেদনটি মূলত টিউটোরিয়াল বা  ডিজি লকার সম্পর্কে তথ্য জানার জন্য দেখা যেতে পারে। কিন্তু বিস্তারিত তথ্য জানতে অবশ্যই সরকারি ডিজি লকার ওয়েবসাইটে  DigiLocker   ভিজিট করতে হবে ।।

।। ধন্যবাদ।।

Share
error: Content is protected !!